ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৬৫৬

 স্যাটেলাইট সিটি নির্মাণের কাজ চলছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৯ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর চারিদিকে স্যাটেলাইট সিটি নির্মাণ অগ্রগতির কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার সংসদে বেনজীর আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীএ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর চারিপাশে ৪টি স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য পিপিপি পদ্ধতিতে বংশী থেকে ধামরাই, ধলেশ্বরী থেকে সিঙ্গাইর, ইছামতি থেকে সিরাজদিখান ও সাভারে হাইরাইটস এপার্টমেন্ট প্রকল্প নেয়া হয়েছে।

তিনি বলেন, এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের প্রকল্প নিয়েছে। এর দুটি বাস্তবায়ন করবে রাজউক আর দুটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী বলেন, রাজউকের অধীনে ২০২২ সালের মধ্যে কেরানীগঞ্জ মডেল টাউন এবং বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ কেরানীগঞ্জ মডেল টাউন প্রকল্প বাস্তবায়ন করবে। অপরদিকে ২০২১ সালের মধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় ঢাকা দক্ষিণের কেরানীগঞ্জে আবাসিক প্লট উন্নয়ন ও পশ্চিমে সাভার উপজেলায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বিশ্বের সব দেশেই ট্রাফিক সমস্যা আছে।  ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ও ডিজিটাল পদ্ধতি চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। এটা চালু হলে যানজট নিরসন আরও কার্যকর হবে। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর